এক নজরে মোঃ বেলাল উদ্দিন আহম্মেদ

| ১২ Jun, ২০১৫

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের অন্তর্গত চরটাকাপোড়া গ্রামের এক মধ্যবিত্ত পরিবারে মোঃ বেলাল উদ্দিন আহম্মেদ জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোঃ আকবর আলী খান এবং মাতার নাম মোছা: হালিমা খাতুন। ছোট বেলা থেকে তিনি অত্যন্ত দূরন্ত ও চঞ্চল প্রকৃতির ছিলেন। তিনি নিকটস্থ বাকসাডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১৯৮০ সালে পঞ্চম শ্রেণি এবং ১৯৮৬ সালে নিকটস্থ লিয়াকত লিয়াকত আলী স্মৃতি স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে কৃতিত্বের সাথে এসএসসি পাস করেন। পিতার আর্থিক অবস্থা খারাপ থাকা সত্বেও পড়াশোনর প্রতি অদম্য আগ্রহ দেখে তার পিতা তাকে রাজবাড়ী সরকারি কলেজে একাদশ শ্রেণিতে বিজ্ঞান শাখায় ভর্তি করেন। ১৯৮৮সালে রাজবাড়ী সরকারি কলেজ থেকে তিনি এইচএসসি পাস করেন। উচ্চ শিক্ষার প্রতি অদম্য আকাঙ্খার প্রেক্ষিতে ১৯৯১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ফরিদপুর সরকারি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বিজ্ঞান শাখা থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেন। পিতার আর্থিক অবস্থা বিবেচনা করে তিনি ১৯৯৫ সালে লিয়াকত আলী স্মৃতি এন্ড কলেজ-এ গণিত শিক্ষক হিসেবে যোগদান করেন। পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৯৮ সালে যশোর টিচার্স ট্রেণিং কলেজ থেকে প্রফেশনাল ডিগ্রী (বিএড) অর্জন করেছেন। বর্তমানে তিনি উক্ত প্রতিষ্ঠানে অত্যন্ত সুনামের সাথে গণিত শিক্ষক হিসেবে কর্মরত আছেন। সেই সাথে তিনি প্রযুক্তিভিত্তিক ও টেকসই শিক্ষা বিস্তারে নিরলস কাজ করে যাচ্ছেন। করোনাকালীন ও মুজিব শতবর্ষে শিক্ষার্থীদের শিখন শেখানো কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে রাজবাড়ী জেলায় তিনিই প্রথম উদ্যোগী হয়ে গত ১৮ এপ্রিল ২০২০ইং “রাজবাড়ী অনলাইন স্কুল” নামে জনপ্রিয় ফেসবুক পেজটি ক্রিয়েট করেন এবং ফাউন্ডার এডমিন হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জেলা, উপজেলা ও নিজ প্রতিষ্ঠানের অনলাইন শিক্ষা কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনায় ক্ষেত্রে সক্রিয় ভুমিকা পালন এবং সর্বাত্বক কারিগরি সহযোগিতা করছেন। এপর্যন্ত তিনি রাজবাড়ী অনলাইন স্কুল এবং নিজস্ব প্রতিষ্ঠানের ফেসবুক পেজে সর্বমোট ৮০৫টি লাইভ সম্পন্ন করেছেন। তিনি জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), উপজেলা নির্বাহী অফিসার, জেলা শিক্ষা অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং সর্বস্তরের শিক্ষকদের কাছে নিবেদিত প্রাণ শিক্ষক হিসেবে পরিচিতি লাভ করেছেন। এটুআই মনোনীত একজন সফল জেলা অ্যাম্বাসেডর হিসেবে তিনি কর্তব্য-কর্মে নিয়োজিত আছেন। রাজবাড়ী জেলা আইসিটি ও ইনোভশন কমিটির তিনি একজন সম্মানিত সদস্য। ২০১৫ সালে তিনি শিক্ষক বাতায়নের সেরা কন্টেন্ট নির্মাতা হিসেবে স্বীকৃতি লাভ করেন এবং এজন্য ২০১৭ সালে তিনি এটুআই এর পক্ষ থেকে ICT4E জেলা অ্যাম্বসেডর ও সেরা কন্টেন্ট নির্মাতা শিক্ষক হিসেবে বিরল সম্মাননা পান। তারপর ২০১৮ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে তিনি জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মাধ্যমিক) হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়া ২০১৯-২০২০ সালে তিনি মাইক্রোসফট এডুকেশন প্রোগামের MIE Expert হিসেবে মনোনীত হয়েছিলেন। ২৩ সেপ্টেম্বর ২০২০ ও ৫ অক্টোবর ২০২১ তারিখে তিনি বালিয়াকান্দি উপজেলা প্রশাসন কর্তৃক সেরা উপজেলা অনলাইন ক্লাস পারফর্মার হিসেবে সম্মননা ক্রেস্ট ও সার্টিফিকেট পেয়েছেন। করোনাকালীন অনলাইন ক্লাস পরিচালনায় দক্ষতার বিচারে তিনি ১মে ২০২১ইং শিক্ষক বাতায়নের সেরা অনলাইন পারফর্মার মনোনীত হয়েছেন। তার অসামান্য দক্ষতা ও যোগ্যতার কারনে তাকে বালিয়াকান্দি উপজেলায় অবস্থিত “আইসিটি ট্রেণিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন” ব্যানবেইস এর প্রশিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি একজন দক্ষ শিক্ষ ও প্রশিক্ষক হিসেবে সর্বমহলে সমাদৃত। তিনি ০৮/০৭/১৯৯৫ইং তারিখে লিয়াকত আলী স্মৃতি স্কুল এন্ড কলেজে সহকারি শিক্ষক (গণিত) হিসেবে যোগদান করেন এবং অদ্যাবধি সুনামের সাথে শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন। পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য ম্যানুয়ালী প্রশিক্ষণের পাশাপাশি তিনি প্রায় ২০৫টি অনলাইন প্রশিক্ষণ কোর্স সম্পন্নপূর্বক সনদ অর্জন করেছেন। বিশেষ করে অনলাইন প্রশিক্ষণের উন্মুক্ত ও অত্যান্ত জনপ্রিয় প্লাটফর্ম “মুক্তপাঠ” থেকে তিনি 182টি কোর্স সফলভাবে সম্মন্ন করেছেন।তিনি মুক্তিযুদ্ধের চেতনাকে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য নিজে উদ্যোগী হয়ে প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু কর্ণার গঠন করেছেন। তিনি নিজের প্রতিষ্ঠানের প্রযুক্তিগত শিক্ষা উন্নয়নের পাশাপাশি জেলা ও উপজেলার শিক্ষার মানোন্নয়নে সর্বাত্বক সহযোগিতা অব্যাহত রাখবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন। তিনি রাজবাড়ী জেলার প্রযুক্তিগত ও টেকসই শিক্ষার উন্নয়ন এবং সর্বোপরি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।

মন্তব্য করতে পারেন এখানে...